ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে মার্কিন হামলার সমর্থন অস্ট্রেলিয়ার, তীব্র নিন্দা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৩ জুন ২০২৫   আপডেট: ১০:৩৫, ২৩ জুন ২০২৫
ইরানে মার্কিন হামলার সমর্থন অস্ট্রেলিয়ার, তীব্র নিন্দা উত্তর কোরিয়ার

ইরানে মার্কিন হামলার সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। উত্তেজনা কমিয়ে ইরানকে কূটনীতির পথে ফেরার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তবে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

সোমবার (২৩ জুন) আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।  

আরো পড়ুন:

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব দীর্ঘদিন ধরে একমত যে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না, এবং আমরা তা প্রতিরোধে নেওয়া পদক্ষেপকে সমর্থন করি।”

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন,  “তথ্য খুবই পরিষ্কার—ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং এটি কেবল বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য নয়, বরং অন্য কিছু উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।”

আলবানিজ আরো বলেন, “যদি ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ বিভিন্ন পক্ষের যুক্তিসংগত অনুরোধ মেনে চলত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।” 

এদিকে, ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দ জানিয়েছে উত্তর কোরিয়া। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছে তা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে হিংস্রভাবে পদদলিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়