ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: ইরান আর কখনো পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৯:৫৭, ২৪ জুন ২০২৫
ইরান আর কখনো পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান আর ‘কখনো’ পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে পারবে না।

মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাম্প্রতিক হামলার পর ইরানের আর পারমাণবিক কর্মকাণ্ড পুনরুদ্ধারের ক্ষমতা আছে কিনা।

আরো পড়ুন:

নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরান কখনো নিজে পুনর্নির্মাণ করতে পারবে না্ সেই জায়গাটি পাথরের নিচে, সেই জায়গাটি ধ্বংস হয়ে গেছে।”

ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, বিশেষ করে অভিযানে জড়িত পাইলটরা তাদের কাজ করেছেন, কল্পনার চেয়েয়ও তারা ভালো করেছেন।

শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালায়। এই হামলার লক্ষ্যগুলোর একটি ছিল ফোর্দো, ইরানের দূরবর্তী পাহাড়ি এলাকার ভেতর লুকানো একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়