ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২৮ জুন ২০২৫   আপডেট: ২১:২৯, ২৮ জুন ২০২৫
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ

প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে শনিবার থাই রাজধানী ব্যাংককে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

২০২৩ সালে ফিউ থাই দল ক্ষমতায় আসার পর থেকে এটি এ পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশে। জনতা ভারী বর্ষণ সত্ত্বেও ৩৮ বছর বয়সী পায়েতংটার্নের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

প্রতিবাদী নেতা পার্থেপ পোরপংপান বলেছেন, “তার সরে যাওয়া উচিত কারণ তিনিই সমস্যা।”

মে মাসে সীমান্তের একটি বিতর্কিত অংশ নিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষের মাধ্যমে সর্বশেষ বিরোধ শুরু হয়েছিল। থাই জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো পায়েতংটার্নকে থাই সেনা কমান্ডারের সমালোচনা করার এবং কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

প্রতিবাদী নেতা পার্নথেপ জানান, অনেক থাই জনগণ মনে করেন যে প্রধানমন্ত্রী ও তার প্রভাবশালী বাবা থাকসিন সিনাওয়াত্রাকে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেন পরিচালিত করছেন। কারণ হুন সেন হচ্ছেন সিনাওয়াত্রা পরিবারের একজন প্রাক্তন মিত্র।

যুদ্ধ স্মৃতিস্তম্ভ ভিক্টরি মনুমেন্টের ব্যস্ততম মোড় অবরোধ করে, অনেক বয়স্ক ব্যক্তিসহ জনতা থাইল্যান্ডের জাতীয় তিরঙ্গা পতাকা উড়িয়েছিল।

বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করে “উং ইং, বেরিয়ে যাও’ স্লোগান দিতে শোনা গেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়