ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ২৮ জুন ২০২৫   আপডেট: ০৮:০৫, ২৯ জুন ২০২৫
ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠী

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসআইএস) সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের পক্ষে হামলা চালাচ্ছে। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো মুহাম্মদ শেহাদা আল জাজিরাকে বলেন, “আবু শাবাব নামের এই সশস্ত্র গোষ্ঠীর সিংহভাগই হয় ‘সিনাই অথবা গাজায় দণ্ডপ্রাপ্ত খুনি, চোর, মাদক ব্যবসায়ী অথবা আইএসআইএসের সদস্য।”

তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীটি “ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতোই দুর্দশাগ্রস্ত: কর্তৃত্ব থেকে পালিয়ে আসা অপরাধী, যারা জানে যে গাজায় গণহত্যা শেষ হওয়ার সাথে সাথেই তাদের কারাগারে থাকতে হতে পারে।”

তিনি জানান, ইসরায়েলি সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি স্পষ্ট সংযোগ রয়েছে।

শেহাদা বলেন, “ইসরায়েল রাফাহর অভ্যন্তরের যে অংশ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিয়েছিল, আবু শাবাব সশস্ত্র গোষ্ঠী লুণ্ঠিত ত্রাণের বিশাল স্তূপ সংরক্ষণের জন্য সেখানে সামরিক কমপ্লেক্স এবং গুদাম তৈরি করেছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়