ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তানজানিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৮, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৯ জুন ২০২৫  
তানজানিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৮, আহত ২৮

তানজানিয়ার উত্তরাঞ্চলীয় কিলিমাঞ্জারোর মোশি জেলায় শনিবার সন্ধ্যায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

কিলিমাঞ্জারোর আঞ্চলিক কমিশনার নুরদিন বাবু রবিবার চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরাও রয়েছেন, যারা মোশি পৌরসভায় একটি বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন।

বাবু বলেন, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে একটি বাসের সামনের চাকা ফেটে যাওয়ার পর আগুন ধরে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দুটি বাসেই আগুন ধরে যায়। এতে উভয় বাসেই প্রাণহানির ঘটনা ঘটে।

বাবু আরো জানান, আহত ২৮ জন যাত্রীর মধ্যে ২২ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয়জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়