ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান, একদিনে নিহত ৫৪
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে বুধবার (১৬ জুলাই) সকাল থেকে প্রায় বিরতিহীনভাবে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, এতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। খবর ফ্রান্স টুয়েন্টিফোরের।
রাজধানী ইসলামাবাদের পাশে রাওয়ালপিন্ডি শহরে প্রবল বৃষ্টিপাতে একটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পাকিস্তানজুড়ে ভারী বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২২৭ জন আহত হয়েছেন। প্রাণহানির ঘটনা বেশি ঘটেছে পাঞ্জাব প্রদেশে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় মৃতের সংখ্যা গণনা করা হয়েছে।
এনডিএমএ-এর তথ্যানুসারে, গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে মুষলধারে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় কমপক্ষে ১৮০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭০ জন শিশু এবং প্রায় ৫০০ জন আহত হয়েছেন।
রাওয়ালপিন্ডি সরকার বৃহস্পতিবার জনগণকে ঘরে রাখার জন্য সরকারি ছুটি ঘোষণা করেছে। জাতীয় আবহাওয়া বিভাগ শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে।
পাকিস্তান সরকার সতর্ক করে বলেছে, জরুরি পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের তিন থেকে পাঁচ দিনের জন্য খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধসহ জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা উচিত।
পাকিস্তানে প্রতিবছরের মতো এবারও জুন-সেপ্টেম্বর সময়কালে মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে দক্ষিণ এশিয়ায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে পাকিস্তান। ২৪ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি চরম আবহাওয়ার ধাক্কায় প্রায়ই বিপর্যস্ত হয়ে পড়ে।
২০২২ সালের নজিরবিহীন মৌসুমি বন্যায় পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ড পানির নিচে তলিয়ে গিয়েছিল। সেই ঘটনায় প্রাণ হারান অন্তত ১ হাজার ৭০০ জন।
ঢাকা/ফিরোজ