ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজার খাদ্য পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৪৭, ২৪ জুলাই ২০২৫
গাজার খাদ্য পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে

অবরুদ্ধ গাজার খাদ্য পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। হাসপাতালে অপুষ্টির শিকার হাড্ডি-চর্মস্বার শিশুদের সংখ্যা বাড়ছে। গাজা থেকে সংবাদ পাঠানোর দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর সংবাদকর্মীরা অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। বৃহস্পতিবার বিবিসি, গার্ডিয়ান ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রায় দুই বছরের যুদ্ধের সময় আসন্ন দুর্ভিক্ষের ব্যাপারে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও গাজা কখনোই এমন অনাহার পরিস্থিতিতে ছিল না। চলতি সপ্তাহে মাত্র তিন দিনের মধ্যে জনস্বাস্থ্য কর্মকর্তারা ক্ষুধার কারণে ৪৩ জন মারা গেছেন বলে রেকর্ড করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে মোট মৃত্যুর সংখ্যা ১১৩ জনে দাঁড়িয়েছে।

এই সপ্তাহের শুরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জানিয়েছিলেন, গাজার ২১ লাখ মানুষ মৌলিক সরবরাহের তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছে, অপুষ্টি ‘উচ্চতর’ এবং গাজার ‘প্রতিটি দরজায় ক্ষুধা কড়া নাড়ছে।’

যুদ্ধের সময় গাজা শহরে অবস্থান করা ফাইজা আব্দুল রহমান বলেন, গত বছর উত্তর গাজায় প্রবেশকারী খাদ্যের উপর কঠোর নিয়ন্ত্রণের সময়ও এত খারাপ ছিল না। আমরা আগেও ক্ষুধার মুখোমুখি হয়েছিলাম, কিন্তু কখনও এরকম হয়নি। এটিই সবচেয়ে কঠিন পর্যায় যা আমরা সহ্য করেছি।"

স্থানীয় মানুষ এবং ডাক্তারদের সাক্ষ্য, এবং ইসরায়েলি সরকার, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এবং জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলোর তথ্য থেকে দেখা গেছে, গাজায় খাদ্য ফুরিয়ে আসছে।

দোকানের খালি তাকগুলো ঊর্ধ্বমুখী দামের প্রতিফলন ঘটায়। বছরের শুরুতে বাজার দরের ৩০ গুণেরও বেশি দামে আটা বিক্রি হচ্ছে।

পরিস্থিতি এমন দিকে চলে গেছে যে, অর্থ বা প্রভাবশালী নিয়োগকর্তারাও আর ফিলিস্তিনিদের রক্ষা করতে পারবেন না। 

গাজায় কর্মরত এমএসএফ, সেভ দ্য চিলড্রেন এবং অক্সফাম সহ ১০০ টিরও বেশি সাহায্যকারী গোষ্ঠী সতর্ক করে দিয়ে বলেছে, “মানবিক সংস্থাগুলো তাদের নিজস্ব সহকর্মী এবং অংশীদারদের তাদের চোখের সামনে মরতে দেখছে।”

সোমবার এফপি-এর সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, সংবাদ সংস্থার ইতিহাসে প্রথমবারের মতো তাদের একজন সহকর্মীকে অনাহারে হারানোর ঝুঁকি রয়েছে। 

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়েসাস বলেছেন, গাজার জনসংখ্যার একটি ‘বৃহৎ অংশ’ অনাহারে রয়েছে। ‘আমি জানি না আপনি এটিকে গণদুর্ভিক্ষ ছাড়া আর কী বলবেন - এবং এটি মনুষ্যসৃষ্ট।’

কয়েক মাস ধরে ইসরায়েল খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। মার্চের শুরু থেকে অনুমোদিত মোট ত্রাণের পরিমাণ ২১ লাখ জনসংখ্যার জন্য অনাহার রেশনের চেয়ে অনেক কম এবং দীর্ঘস্থায়ী খাদ্য ঘাটতি ও বারবার বাস্তুচ্যুতির প্রভাবে ফিলিস্তিনিরা ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছে।

শিশু বিশেষজ্ঞ ফারওয়ানা বলেন, “প্রায় দুই বছর ধরে, এখানকার শিশুরা দুর্ভিক্ষে ভুগছে। এমনকি যদি কিছু দিন পেট ভরে থাকে, তবুও এটি কেবল পেট ভরে থাকার বিষয় নয়, এটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি গ্রহণের বিষয় এবং সেগুলো সম্পূর্ণ অনুপস্থিত।”

অপুষ্টি শিশুদের অন্যান্য রোগের ঝুঁকিতে ফেলে দেয় এবং তাদের কম রোগ প্রতিরোধ ক্ষমতা মৌলিক চিকিৎসা সরবরাহের তীব্র ঘাটতির কারণে আরো বেড়ে যাচ্ছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়