ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপানে ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৩০ জুলাই ২০২৫   আপডেট: ১৬:০২, ৩০ জুলাই ২০২৫
জাপানে ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এরপর জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো শহরে ইতিমধ্যে ৩০ সেমি (১২ ইঞ্চি) উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে বলেছে, পরবর্তী ঢেউ আরো বড় হতে পারে।

আরো পড়ুন:

জাপানে আবারো সুনামির আশঙ্কায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার ৫০০ জন লোক হোক্কাইডোতে আছেন। সেখানে স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যাচ্ছে, মানুষজনকে বাসাবাড়ির ছাদে জড়ো হচ্ছে।

জাপান সরকার পূর্ব উপকূলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান অব্যাহত রেখেছে।

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে কয়েক ডজন ঢেউ লক্ষ্য করা গেছে। উত্তরে হোক্কাইডো থেকে দক্ষিণে ওয়াকায়ামা প্রিফেকচার পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর এখন শত শত কিলোমিটার/মাইল পর্যন্ত সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির ঢেউ ৩ মিটার পর্যন্ত উঁচুতে পৌঁছাতে পারে। সংস্থাটি একটি বিবৃতি জারি করে বলেছে, “রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর এক দিনেরও বেশি সময় ধরে বড় সুনামির আশঙ্কা রয়েছে।সুনামি যেকোনো সময় আঘাত হানতে পারে। সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত দয়া করে নিরাপদ স্থান ত্যাগ করবেন না।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়