গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১২৩ জন
গাজা শহর দখলের পরিকল্পনা বাস্তবায়নের আগে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১২৩ জন নিহত হয়েছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২৪ ঘন্টার এই মৃত্যুর সংখ্যা এক সপ্তাহের মধ্যে সবচেয়ে খারাপ ছিল।
বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক গাজা শহরের পূর্বাঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ করেছে, রাতভর জেইতুন এবং শেজাইয়া পাড়ায় অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে।
আল-আহলি হাসপাতাল জানিয়েছে যে জেইতুনের একটি বাড়িতে বিমান হামলায় ১২ জন নিহত হয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্ব দিকে ট্যাঙ্কগুলো বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস করেছে, অন্যদিকে কেন্দ্রস্থলে ইসরায়েলি বন্দুকযুদ্ধে দুটি পৃথক ঘটনায় নয়জন ত্রাণপ্রার্থী নিহত হয়েছে বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় গাজায় অনাহার ও অপুষ্টিতে তিন শিশুসহ আরও আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অনাহারে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জন শিশুসহ ২৩৫ জন।
ঢাকা/শাহেদ