ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুদ্ধ বন্ধে পুতিন চুক্তি করতে প্রস্তুত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৫৪, ১৪ আগস্ট ২০২৫
যুদ্ধ বন্ধে পুতিন চুক্তি করতে প্রস্তুত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে প্রস্তুত। ফক্স নিউজ রেডিওর সাথে একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

শুক্রবার আলস্কায় বৈঠক করতে যাচ্ছেন পুতিন ও ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধই হবে তাদের বৈঠকের প্রধান লক্ষ্য। 

ট্রাম্প সাক্ষাৎকারে বলেছেন, “আমি মনে করি তিনি একটি চুক্তি করতে যাচ্ছেন।”

মার্কিন প্রেসিডেন্ট জানান, যদি বৈঠকটি ভালোভাবে সম্পন্ন হয় তবে তিনি পরে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে ফোন করবেন। তবে যদি এটি খারাপভাবে সম্পন্ন হয় তবে তিনি তা করবেন না। পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইউক্রেনের সঙ্গে পরের দফায় বৈঠক নিশ্চিত করা।

এর আগে পুতিন জানিয়েছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে।

টেলিভিশনে প্রচারিত মন্তব্যে পুতিন বলেছেন, “আমার মতে, আমেরিকা শত্রুতা বন্ধ করতে, সংকট বন্ধ করতে ও এই সংঘাতে জড়িত সকল পক্ষের স্বার্থে চুক্তিতে পৌঁছানোর জন্য বেশ উদ্যমী এবং তারা আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়