ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০৭, ১৫ আগস্ট ২০২৫
রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করছে ত্রাণ সংস্থাগুলো। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ‘পূর্ণ বিপর্যয়’ এড়াতে আরো অনুদানের জন্য জরুরি আবেদন জানিয়েছে।

সংস্থাটি রাজ্যের দ্রুত বর্ধনশীল বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধির জন্য খাদ্য সরবরাহের চেষ্টা করছে, যার মধ্যে রয়েছে ২০১২ সালে সাম্প্রদায়িক সংঘর্ষের সময় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসার পর থেকে ক্যাম্পে বসবাসকারী ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের ফলে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তা মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং বিশাল মানবিক চাহিদা তৈরি করেছে। কিন্তু সামরিক অবরোধের কারণে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন রাখাইনের পরিস্থিতি অন্যান্য অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ।

২০ এপ্রিল ওহন তাও কি ক্যাম্পে বসবাসকারী ৫০ বছর বয়সী এক বাবা খাদ্যাভাব সহ্য করতে না পেরে স্ত্রী এবং দুই সন্তানের খাবারে কীটনাশক মিশিয়ে দেন। ওই খাবার খেয়ে বাবার মৃত্যু হয়। কিন্তু প্রতিবেশীদের দ্রুত হস্তক্ষেপে অন্যদের জীবন রক্ষা পায়।

ওহন তাও কি ক্যাম্প বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আবাসস্থলের বৃহত্তম শিবির এবং রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে পশ্চিমে যাওয়ার রাস্তার পাশে অবস্থিত।

খাবারের এত অভাব ছিল যে পরিবারটি অনাহারে ছিল। সিত্তে থেকে চারজন ব্যক্তি বিবিসির সাথে কথা বলে এই বিবরণ নিশ্চিত করেছেন।

জুন মাসে সিত্তেতে বসবাসকারী পাঁচ সদস্যের একটি জাতিগত রাখাইন পরিবারও একইভাবে মারা গেছে বলে জানা গেছে।

ডব্লিউএফপি জানিয়েছে, ২০২৪ সালের তুলনায় চলতি বছর বিশ্বব্যাপী তহবিল ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে তারা মিয়ানমারের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হওয়া মাত্র ২০ শতাংশ মানুষকে খাওয়াতে সক্ষম। মার্চ মাসে, রাখাইনে সাহায্য কমাতে বাধ্য হয়েছিল, যদিও বছরের শুরু থেকে নিজেদের ভরণপোষণ করতে অক্ষম পরিবারের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

মিয়ানমারে ডব্লিউএফপি প্রতিনিধি মাইকেল ডানফোর্ড বলেছেন, “মানুষ একটি দুষ্টচক্রের মধ্যে আটকা পড়েছে - সংঘাতের কারণে বিচ্ছিন্ন, জীবিকা নির্বাহের সুযোগ হারিয়েছে এবং কোনো মানবিক সুরক্ষা জাল নেই।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়