ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে আকস্মিক বন্যায় দুইদিনে ২২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:০৯, ১৬ আগস্ট ২০২৫
পাকিস্তানে আকস্মিক বন্যায় দুইদিনে ২২৫ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যায় গত ৪৮ ঘণ্টায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। এতে করে গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশটিতে বৃষ্টিজনিত দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪১ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৬ আগস্ট) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য  জানিয়েছে। খবর সিনহুয়ার। 

আরো পড়ুন:

উদ্ধারকারী সংস্থাগুলোর মতে, প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং বজ্রপাত খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যার ফলে অনেক নিখোঁজ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

বেসরকারি সংস্থা আলখিদমত ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মুহাম্মদ খালিদ সিনহুয়া বলেন, “বন্যায় গ্রামগুলো ডুবে যাওয়ায় পুরো পরিবার ভেসে গেছে, অন্যদিকে অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের ফলে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”

এনডিএমএর মতে, এবারের বর্ষা মৌসুমে খাইবার পাখতুনখোয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘ ভাঙনের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় গত দুই দিনে বেশ কয়েকটি এলাকা ভেসে গেছে। 

এনডিএমএ আরো জানিয়েছে, জুনের শেষের দিক থেকে এখন পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিজনিত দুর্ঘটনায় ২৮৫ জন মারা গেছে। এছাড়া পূর্ব পাঞ্জাব প্রদেশে ১৬৪ জন, দক্ষিণ সিন্ধুতে ২৮ জন এবং উত্তর গিলগিট-বালতিস্তান অঞ্চলে ২৪ জন মারা গেছে, আরো ৪০ জন মারা গেছে অন্যান্য প্রদেশ এবং ইসলামাবাদে।

নাগরিকদের সতর্ক থাকার, বৃষ্টিপাত এবং বন্যার সময় সতর্কতা অবলম্বন করার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে পর্যটকদের, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগামী পাঁচ থেকে ছয় দিন উত্তরাঞ্চলে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলে ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেখানে বেশ কয়েকটি এলাকাকে ইতিমধ্যে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়