ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬০ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ২০:০২, ২০ আগস্ট ২০২৫
৬০ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহর দখলের জন্য পরিকল্পিত স্থল আক্রমণের আগে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে।

একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, রিজার্ভ সেনারা সেপ্টেম্বরে দায়িত্ব পালনের জন্য রিপোর্ট করবে এবং আক্রমণের জন্য সংগঠিত বেশিরভাগ সেনাই সক্রিয়-কর্তব্যরত কর্মী হবে।

তিনি আরো জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার রিজার্ভ সেনা তলবের অনুমোদন দিয়েছেন এবং চলতি সপ্তাহের শেষের দিকে নিরাপত্তা মন্ত্রিসভার কাছে উপস্থাপন করা হবে। এই পরিকল্পনার প্রস্তুতির অংশ হিসাবে সেনারা ইতিমধ্যেই জেইতুন এবং জাবালিয়া এলাকায় কাজ করছে। গাজা শহরের লাখ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে দক্ষিণ গাজার আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।

ইসরায়েলের অনেক মিত্র এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে। অন্যদিকে জাতিসংঘ এবং বেসরকারি সংস্থাগুলি সতর্ক করেছে যে ২২ মাস ধরে চলা যুদ্ধের পর আরেকটি আক্রমণাত্মক এবং আরো ব্যাপক বাস্তুচ্যুতি ‘ভয়াবহ মানবিক প্রভাব’ ফেলবে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন গিডিয়ন্স রথের পরবর্তী ধাপ’ এর প্রস্তুতির অংশ হিসেবে বুধবার ৬০ হাজার রিজার্ভ সেনাকে আহ্বানের নির্দেশ জারি করা হয়েছে। এছাড়া ইতিমধ্যেই ডাকা ২০ হাজার রিজার্ভ সেনাকে তাদের বর্তমান আদেশের মেয়াদ বাড়ানোর নোটিশ দেওয়া হবে।

ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সিনিয়র কমান্ডাররা গাজা শহর এবং এর আশেপাশে ‘ধীরে ধীরে’ এবং ‘সুনির্দিষ্ট’ অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছেন।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়