ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিয়েতনামে ধেয়ে যাচ্ছে টাইফুন কাজিকি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ২৪ আগস্ট ২০২৫  
ভিয়েতনামে ধেয়ে যাচ্ছে টাইফুন কাজিকি

ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন কাজিকি। সতর্কতা হিসেবে দেশটির উপকূলীয় অঞ্চলের ৫ লাখ ৮৬ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিবিসির।

ভিয়েতনামের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ কিলোমিটার। সোমবার ভোরে স্থলভাগে আঘাত হানার আগে এটি আরো শক্তিশালী হতে পারে।

থান হোয়া, কোয়াং ট্রাই, হিউ এবং দা নাং প্রদেশের লোকজনকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানযাত্রা বাতিল করা হয়েছে এবং নৌযানগুলোকে উপকূলে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি চীনের হাইনান অতিক্রম করছে। ঝড়ের প্রভাবে ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

বিবিসি ওয়েদার জানিয়েছে, টাইফুন কাজিকি ভিয়েতনামের অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে। তবে ঝড়ের প্রভাবে দেশটিতে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে বাতাস বইবে এবং ৩০০-৪০০ মিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়