ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মারা গেছেন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের প্রধান স্থপতি ডিক চেনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ৪ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:১৫, ৪ নভেম্বর ২০২৫
মারা গেছেন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের প্রধান স্থপতি ডিক চেনি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আধুনিক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছল। মঙ্গলবার সিএনএন এই তথ্য জানিয়েছে।

টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ শুরু করেছিল তার প্রধান স্থপতি ডিক চেনি। সম্পূর্ণ ভুল ধারণার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রকে দুর্ভাগ্যজনক ইরাক যুদ্ধে নেতৃত্ব দিতে সাহায্য করেছিলেন তিনি।

পরিবার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “তার প্রিয় ৬১ বছর বয়সী স্ত্রী লিন, মেয়ে লিজ ও মেরি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার মৃত্যুর সময় উপস্থিতি ছিলেন।”

নিউমোনিয়া ও হৃদরোগের জটিলতা এবং রক্তনালী রোগের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

ডিক চেনি ছিলেন ৪৬তম ভাইস প্রেসিডেন্ট, যিনি ২০০১ থেকে ২০০৯ সালের মধ্যে দুই মেয়াদে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তিনি কয়েক দশক ধরে ওয়াশিংটনের একজন শক্তিশালী এবং মেরুকরণকারী শক্তিধর খেলোয়াড় ছিলেন। তবে, তার শেষ বছরগুলোতে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করার কারণে তার দল থেকে মূলত বহিষ্কৃত হয়েছিলেন। ট্রাম্পকে তিনি ‘কাপুরুষ’ এবং প্রজাতন্ত্রের জন্য সর্বকালের সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছিলেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়