ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে যাবে না সৌদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩৯, ৯ নভেম্বর ২০২৫
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে যাবে না সৌদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবের সম্মতির সম্ভাবনা নিয়ে কথা বলছেন। কিন্তু চলতি মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন হোয়াইট হাউসে আসবেন তখন সেই সম্মতি পাওয়ার সম্ভাবনা কম। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কয়েক দশকের শত্রুতার পর ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে নাড়া দিতে পারে। ইসরায়েল-সৌদির সম্পর্ক এই অঞ্চলে মার্কিন প্রভাবকে শক্তিশালী করতে পারে।

ট্রাম্প গত মাসে বলেছিলেন যে তিনি আশা করেন যে সৌদি আরব ‘খুব শিগগিরই’ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ২০২০ সালের আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে যোগ দেবে।

দুটি উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে, রিয়াদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওয়াশিংটনকে ইঙ্গিত দিয়েছে যে, তার অবস্থান পরিবর্তিত হয়নি: ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য একটি রোডম্যাপে চুক্তি হলেই কেবল তারা স্বাক্ষর করবে।

সূত্র জানিয়েছে, কোনো প্রকাশ্য বিবৃতি দেওয়ার আগে কূটনৈতিক ভুল এড়ানো এবং সৌদি ও মার্কিন অবস্থানের সারিবদ্ধতা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। ১৮ নভেম্বর হোয়াইট হাউসের আলোচনার সময় বা পরে কোনো বিভ্রান্তি এড়ানোই এর লক্ষ্য।

মধ্যপ্রাচ্য বিষয়ক প্রাক্তন ডেপুটি মার্কিন জাতীয় গোয়েন্দা কর্মকর্তা জোনাথন প্যানিকফ বলেছেন, “অন্তত একটি ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথ ছাড়া নিকট ভবিষ্যতে সম্পর্ক আনুষ্ঠানিক করার কোনো সম্ভাবনা নেই।”

তিনি জানান, সৌদি যুবরাজ সম্ভবত ট্রাম্পের উপর তার প্রভাব ব্যবহার করে ‘একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আরো স্পষ্ট এবং সোচ্চার সমর্থন’ অর্জনের চেষ্টা করবেন।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়