ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৃত্যুর ১১ বছর পর লাশ ফেরত দিচ্ছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৯ নভেম্বর ২০২৫  
মৃত্যুর ১১ বছর পর লাশ ফেরত দিচ্ছে হামাস

গাজা যুদ্ধে নিহত এক ইসরায়েলি সেনা কর্মকর্তার লাশ ১১ বছর ফিরিয়ে দিচ্ছে হামাস। রবিবার এই লাশ হস্তান্তর হবে বলে জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড।

কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা রবিবার ইসরায়েলি অফিসার লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মৃতদেহ হস্তান্তর করবে, যিনি ২০১৪ সালে  হয়েছিলেন।

ইসরায়েলি ফরেনসিক বিশেষজ্ঞরা মৃতদেহ পাওয়ার পর তার পরিচয় নিশ্চিত করবেন বলে আশা করা হচ্ছে।

গ্রুপটি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেছে, “(এজ্জেদিন) আল-কাসসাম ব্রিগেড অফিসার হাদার গোল্ডিনের মৃতদেহ হস্তান্তর করবে, যা গতকাল রাফাহ শহরের একটি সুড়ঙ্গে পাওয়া গিয়েছিল, গাজার সময় দুপুর ২টায়।”

নিশ্চিত হলে, ১০ অক্টোবর বর্তমান যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গোল্ডিন ​​হবেন ২৪তম জিম্মি যার মৃতদেহ হামাস ফিরিয়ে দিয়েছে।

২০১৪ সালে মারা যাওয়ার পর থেকে গোল্ডিনের মৃতদেহ গাজায় রাখা হয়েছে। হামাস কখনও তার মৃত্যু বা তার মৃতদেহ থাকার কথা স্বীকার করেনি।

শনিবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল হামাস এবং রেড ক্রস কর্মীদের রাফাহতে ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় গোল্ডিনের মৃতদেহ খুঁজে বের করার জন্য তল্লাশি চালানোর অনুমতি দিয়েছে।

বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হামাস ইসরায়েলি বাহিনীর দখলকৃত এলাকার নীচে একটি সুড়ঙ্গ থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়