ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২২ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:১৮, ২২ নভেম্বর ২০২৫
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক অতিডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে রাজধানী ব্রাসিলিয়ায় তার ভিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সামরিক অভ্যুত্থানের মূল পরিকল্পনাকার অভিযোগে কারাগারে যাওয়া এড়াতে একটি বিদেশী দূতাবাসে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ফেডারেল পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা সুপ্রিম কোর্টের অনুরোধে একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন। 

২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা বলসোনারো পরবর্তী নির্বাচনে পরাজিত হয়েছিলেন। এরপরে তিনি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেন বলে মামলা করা হয়েছিল। 
সেপ্টেম্বরে ওই মামলায় বলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে, আদালত এখনো সেই অপরাধের জন্য বলসোনারোর শাস্তি কার্যকরের নির্দেশ দেয়নি। কারণ ওই রায়ের বিরুদ্ধে একাধিক আইনি প্রক্রিয়া এবং আপিল চলছে।

আগস্ট মাস থেকে গৃহবন্দি থাকা বলসোনারোকে শনিবার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস। কারণ আদালতের আশঙ্কা ছিল, মামলার শাস্তি এড়াতে ব্রাসিলিয়ার অনেক কূটনৈতিক কম্পাউন্ডে আশ্রয় নিতে পারেন বলসোনারো।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়