ইসরায়েলের সমালোচনা করায় বাহরাইনে বিরোধীদলীয় নেতার কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ইসরায়েলের সঙ্গে বাহরাইন সরকারের সম্পর্ক নিয়ে সমালোচনা করার দায়ে দেশটির বিরোধীদলীয় নেতা ইব্রাহিম শরিফকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বাইরাইনের নিম্ন আদালত। এ ঘটনায় বাহরাইনের অধিকারকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
রবিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, বাইরাইনের জনপ্রিয় ও স্পষ্টভাষী বামপন্থি নেতা ইব্রাহিম শরিফ গত নভেম্বর থেকে আটক রয়েছেন। তার বিরুদ্ধে ‘সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়ানো’ এবং ‘বন্ধুপ্রতিম আরব দেশ ও তাদের নেতাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার’ অভিযোগ আনা হয়েছে।
গত বৃহস্পতিবার বাহরাইনের নিম্ন অপরাধ আদালত শরিফকে ছয় মাসের কারাদণ্ড এবং ২০০ বাহরাইনি দিনার (প্রায় ৫৩০ ডলার) জরিমানা করে।
লেবাননের লুয়ালুয়া টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারের জেরে শরিফকে এই সাজা দেওয়া হয়। ওই সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনিদের সমর্থনে ব্যর্থ হওয়া এবং ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের জন্য আরব দেশগুলোর নিন্দা জানিয়েছিলেন।
বাইরানের পাবলিক প্রসিকিউটর অফিস ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেছে, “সাক্ষাৎকারে তিনি আরব দেশগুলো সম্পর্কে মিথ্যা ও আপত্তিকর তথ্য সম্বলিত বক্তব্য দিয়েছেন, তাদের বিরুদ্ধে যোগসাজশ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন এবং তাদের জনগণকে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ ও বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন।”
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম’ চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কয়েকটি আরব দেশের মধ্যে বাহরাইন অন্যতম। বাহরাইনের ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা এই পদক্ষেপের সমালোচনা করে আসছিলেন এবং ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলার পর এই ক্ষোভ আরো ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির অ্যাডভোকেসি ডিরেক্টর সাইয়্যেদ আহমেদ আলওয়াদাই বলেন, সরকারের এই পদক্ষেপ দেশের জন্য একটি ‘নতুন অবনতি’।
তিনি এক বিবৃতিতে বলেন, “এই সাজা একটি ভয়াবহ নজির স্থাপন করল। একজন বিশিষ্ট জননেতাকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য এবং ইসরায়েলের গণহত্যার মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনকারী সরকারগুলোকে চ্যালেঞ্জ করার জন্য অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। এটি বাহরাইনের মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণের একটি মারাত্মক বহিঃপ্রকাশ।”
২০১১ সালে বাহরাইনে গণতন্ত্রকামী আন্দোলনের পর থেকে এই নিয়ে ১০ বার বাইরাইন সরকার শরিফকে গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ বা অভিযুক্ত করল। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাকশন সোসাইটি দলের প্রধান শরিফ সেই আন্দোলনের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন।
বাহরাইনের কারাগারগুলো ২০১১ সাল থেকে হাজার হাজার গণতন্ত্রকামী আন্দোলনকারীতে পূর্ণ হয়ে আছে এবং সেখানে বন্দিদের ওপর নিয়মিত নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ফার্স্ট’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ করে একটি প্রতিবেদন জমা দেয়। মার্কিন মানবাধিকার সংস্থাটি অভিযোগ করেছে যে, বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বিন আবদুল্লাহ আল খলিফা ২০১১ সাল থেকে রাজনৈতিক বন্দিদের ওপর নির্যাতন ও নিষ্ঠুর আচরণের তদারকি করছেন।
হিউম্যান রাইটস ফার্স্ট-এর প্রেসিডেন্ট ও সিইও উজরা জেয়া বলেন, “যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যারা মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর ঘটনায় জড়িত, তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া উচিত।”
ঢাকা/ফিরোজ