ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইল-১: নৌকা চান ১২ জন

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২২ নভেম্বর ২০২৩  
নড়াইল-১: নৌকা চান ১২ জন

নড়াইল-১ আসন থেকে পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ছাড়াও এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ১১ জন। নড়াইল সদরের ৫টি ইউনিয়ন এবং কালিয়া উপজেলা ও নড়াগাতি থানা নিয়ে গঠিত নড়াইল-১ আসন।

বিএম কবিরুল হক মুক্তির দলীয় মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমূর রহমান ওসি, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাধারণ  সম্পাদক শাহ মো. ফোরকানসহ দলীয় নেতারা।

আরো পড়ুন:

এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মফিজুরমান, জেলা আওয়ামী লীগের সদস্য চৈতী রানী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা অসিত বরন সাহা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সহ-সভাপতি লিকু সিকদার, ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন ও  ইমদাদ মিনা। 

বুধবার (২২ নভেম্বর) সকালে খুলনার বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা শফিকুল ইসলাম শফিক নড়াইল-১ আসনে আওয়ামী লীগের ১১জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অনেকে চাইতে পারেন। তবে দল যাকে মনোনয়ন দিবে সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকবে। 

/শরিফুল/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়