ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘটক পাখি ভাইয়ের সম্পদের তথ্য তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘটক পাখি ভাইয়ের সম্পদের তথ্য তলব

ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাবসহ অস্থাবর সম্পদের তথ্য তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি)।

সোমবার তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘটক পাখিভাই প্রাইভেট লিমিটেডের যাবতীয় ব্যাংক হিসাব, আমানত হিসাব, সঞ্চয়পত্র, ভল্টে থাকা সম্পদ ও ঋণ হিসাবসহ ব্যাংক সংশ্লিষ্ট তথ্য তলব করা হয়েছে।

চিঠিতে পাখি ভাইয়ের হাতিরপুলের অফিসিয়াল ঠিকানা ব্যবহার করা হয়েছে। মূলত ঘটক পাখি ভাই হিসেবে পরিচিত হলেও তার আসল নাম কাজী আশরাফ হোসাইন। চিঠিতে প্রতিষ্ঠানের একজন পরিচালক সুলতানা বেগম বেবির নামও উল্লেখ রয়েছে। এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এনবিআর সূত্র জানায়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পাখি ভাইয়ের সব ধরনের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য দিতে এনবিআর ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত অর্ধশত ব্যক্তির ব্যাংক হিসাব তলবের পাশাপাশি কয়েকজনের হিসাব জব্দও করা হয়েছে।


ঢাকা/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়