ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ অস্ত্র ব্যবসায়ী ডিজে অনিক গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধ অস্ত্র ব্যবসায়ী ডিজে অনিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : অবৈধ অস্ত্র ব্যবসায়ী তারেক আহমেদ অনিক ওরফে ডিজে অনিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান রাইজিংবিডিকে আরো বলেন, ‘অনিককে অনেক দিন ধরে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে বাড্ডা এলাকার প্রভাবশালীও। আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে দীর্ঘদিন যাবৎ সে অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিল। এর আগে উত্তরা থেকে চারটি অস্ত্র উদ্ধারের পর অবৈধ অস্ত্র ব্যবসায় তার নাম উঠে আসে। এরপর সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৭/মাকসুদ/সাইফুল/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়