ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধর্ষণরোধে পদক্ষেপ জানতে চেয়ে খাগড়াছড়ির ডিসিকে নোটিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২০  
ধর্ষণরোধে পদক্ষেপ জানতে চেয়ে খাগড়াছড়ির ডিসিকে নোটিশ

খাগড়াছড়িতে ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা রোধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী নিকোলাশ চাকমা এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, সংবাদমাধ্যমের খবর অনুসারে খাগড়াছড়িতে গত ১ মাসে ৪টি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটে। সেখানে চেকপোস্ট থাকা সত্ত্বেও ধর্ষণের ঘটনা ঘটছে। গত ২৪ সেপ্টেম্বর সেখানকার নিরাপত্তা বেষ্টনি ভেদ করে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে খাগড়াছড়ির গলাবাড়ী ইউনিয়নে কিছু দুর্বৃত্ত প্রবেশ করে এবং সেখানে ২৬ বছরের এক যুবতীকে ৯ জন মিলে ১৭বার ধর্ষণ করে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। কিন্তু প্রশ্ন হলো, সেখানকার নিরাপত্তা জোরদার থাকা সত্ত্বেও কেন বারবার এমন ঘটনা ঘটছে? এ কারণেই সেখানকার নিরাপত্তা জোরদার করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

নোটিশে ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তিরোধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসককে জানাতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট দায়ের করা হবে বলে নোটিশে বলা হয়েছে।

ঢাকা/মেহেদী/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়