ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পিকে হালদারের সহযোগী অসীম তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৯ ফেব্রুয়ারি ২০২১  
পিকে হালদারের সহযোগী অসীম তিন দিনের রিমান্ডে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) সহযোগী অসীম কুমার মিস্ত্রির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আসামি অসীমকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

২০ কোটি ৭০ লাখ ৮ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে সোমবার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মো. সালাহউদ্দিন।

মামলার অপর আসামিরা হলেন—সুকুমার মৃধা, তাপসী রানী শিকদার, স্বপন কুমার মিস্ত্রি এবং অনিন্দিত্য মৃধা।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়