Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৭ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪২৮ ||  ০৪ শাওয়াল ১৪৪২

হেফাজত নেতা কাসেমী ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২১ এপ্রিল ২০২১  
হেফাজত নেতা কাসেমী ৭ দিনের রিমান্ডে

মাওলানা কোরবান আলী কাসেমী (ফাইল ছবি)

হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীর ৭  দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) ডিবি পুলিশ কোরবান আলী কাসেমীকে আদালতে হাজির করে ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত রিমান্ডের আদেশ দেন।

২০ এপ্রিল বিকেলে ডিবির গুলশান বিভাগ টিম বাসাবো এলাকায় থেকে  কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলার অন্যতম আসামি হেফাজতের এই নেতা।

ঢাকা/মামুন/এনই/

সর্বশেষ

পাঠকপ্রিয়