Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৮ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪২৮ ||  ০৫ শাওয়াল ১৪৪২

লক্ষ্মীপুরে কিশোর গ‌্যাংয়ের কয়েক সদস‌্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ২২ এপ্রিল ২০২১  
লক্ষ্মীপুরে কিশোর গ‌্যাংয়ের কয়েক সদস‌্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের কয়েক সদস‌্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ‌্যান্ড পাবলিক রিলেশন) মো. সোহেল রানা রাইজিংবিডিকে জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে ওই কিশোরদের গ্রেপ্তার করা হয়েছে। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিচয় প্রকাশের ক্ষেত্রে আইনি বাধা আছে।

পুলিশ জানায়, বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য ও তাদের কর্মকাণ্ডের তথ্য ও সাক্ষ্য-প্রমাণসহ একটি বার্তা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে জানান লক্ষ্মীপুরের একজন সচেতন নাগরিক। বার্তাটি পেয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ‌্যান্ড পাবলিক রিলেশন উইং লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানকে অবহিত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান সাইবার টিমকে নিয়ে মাঠে নামেন। বার্তায় উল্লিখিত বিভিন্ন লিংক, ছবি ও তথ্যাদি যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর সাইবার টিমের সহায়তায় সদর থানার একটি টিম জেলার বিভিন্ন স্থানে সারা রাত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। তাদের ফেসবুক অ্যাকাউন্টে অপ্রীতিকর ও জনস্বার্থবিরোধী নানা কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাওয়া গেছে।

কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়