ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারও ৩ দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৭ মে ২০২১   আপডেট: ১৪:০৪, ২৭ মে ২০২১
আবারও ৩ দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর ভার্চুয়াল আদালত রিমান্ডের আদেশ দেন।

আরো পড়ুন:

এদিন রফিকুল ইসলাম মাদানীকে আদালতে হাজির করা হয়নি। তাকে কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়। এরপর পল্টন থানার মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে রফিকুল ইসলাম মাদানীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এরপর গাজীপুর ও ময়মনসিংহ থানার মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

এরপর ঢাকায় দায়ের করা মতিঝিল থানার দুই মামলায় তার ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই মামলায় রিমান্ড শেষে গত ১০ মে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর পল্টন থানার নাশকতার এ মামলায় তাকে রিমান্ডে নিচ্ছে পুলিশ।

ঢাকা/মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়