Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৮ রবিউস সানি ১৪৪৩

র‌্যাবের কব্জায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী আশিষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২৬ অক্টোবর ২০২১   আপডেট: ২২:৪১, ২৬ অক্টোবর ২০২১
র‌্যাবের কব্জায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী আশিষ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার এবং ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আশিষ মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে র‌্যাব-১ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

র‌্যাব জানিয়েছে— আশিষকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৪ টায় কারওয়ানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি কুমিল্লা, চাঁদপুর, রংপুর, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে ধর্ম অবমাননার চেষ্টা করে একটি কুচক্রি মহল। তাদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। তারই অংশ হিসেবে ওই চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমও বেছে নেয়। তারা সেখানে মিথ্যা তথ্য এবং অপ্রীতিকর কিছু ঘটনার ভিডিও-ছবি পোস্ট দেয়। জনমনে বিভ্রান্তি, ভয় কিংবা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। 

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত শুরু করে। প্রযুক্তির মাধ্যমে সেসময় কারা, কোন আইডি থেকে এ ধরনের ভুয়া ও মিথ্যা তথ্য প্রচার করেছে সেই তদন্তে নামে। তদন্তে আশিষের সংশ্লিষ্টতা বেরিয়ে এলে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/মাকসুদ/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়