ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডলার মজুতের তথ্য পেলে অভিযান চালাবে ডিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২৮ জুলাই ২০২২  
ডলার মজুতের তথ্য পেলে অভিযান চালাবে ডিবি

সংবাদ সম্মেলনে হারুন অর রশিদ। ছবি: রাইজিংবিডি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেছন, অবৈধভাবে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা যদি এরকম তথ্য পাই কেউ ডলার মজুত করছেন বা অবৈধ ডলার তৈরির মেশিন বা সরঞ্জামাদি আছে, তবে আমরা অবশ্যই অভিযান চালাব।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি। গোয়েন্দারা কাজ করছে, পাশাপাশি তারা ডলারকেন্দ্রিক কর্মকাণ্ড প্রতিনিয়ত নজরদারিতেও রেখেছে।

তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে অবৈধভাবে জাল ডলার তৈরি করে তথ্য পেলে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে। আমাদের কাছে তথ্য আছে আমরা সেসব তথ্য নিয়ে কাজ করছি। ব্যাংক কিংবা মানি এক্সচেঞ্জ কেন্দ্রিক বিভিন্ন কর্তা ব্যক্তিদের সঙ্গেও আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। কোনভাবেই ডলার কেন্দ্রিক অবৈধ কর্মকাণ্ড হতে দেওয়া হবে না।

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়