ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি: ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ৩০ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৪:৩৭, ৩০ ডিসেম্বর ২০২২
জামায়াতকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার

পুলিশ বিএনপিকে গণমিছিল করার অনুমতি দিয়েছে, তবে জামায়াতকে নয়। তারপরও তারা যদি মিছিল নিয়ে বের হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন মোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

এ কে এম হাফিজ আক্তার বলেন, জামায়াতকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি। তারা মিছিল নিয়ে বের হতে পারবে না। আমরা সেজন্য নজরদারি অব্যাহত রাখবো। শান্তিপূর্ণ গণমিছিল নিশ্চিত করতে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করণীয় তার সবকিছুই করা হচ্ছে। তবে কেউ যদি গণ মিছিলের নামে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কিছু করার চেষ্টা করে সেদিকেও আমাদের সজাগ দৃষ্টি থাকবে।

উল্লেখ্য, সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০দফা দাবিতে রাজধানীতে এ গণমিছিলের ডাক দিয়েছে বিএনপি।

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়