ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই শিশুকে ধর্ষণের মামলায় দুজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২৯ জানুয়ারি ২০২৩  
দুই শিশুকে ধর্ষণের মামলায় দুজনের মৃত্যুদণ্ড

রাজধানীর মধ্য পীরেরবাগে ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আরো পড়ুন:

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো—মো. ফজলু (৩২) ও মো. জহিরুল ইসলাম (৫৪)। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদেরকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০২১ সালের ২১ মে দুপুরে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগে একটি রিকশা গ্যারেজের সামনে থেকে আসামিরা দুই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভনে ডেকে নেয়। ২০ টাকা দিয়ে বলে যে, চলো, আমরা রিকশায় করে ঘুরে আসি। আসামিরা শিশুদের রিকশার গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে গোসল করানোর সময় শরীরে বিভিন্ন দাগ দেখতে পেয়ে শিশুদের জিজ্ঞাসা করা হলে তারা ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি জানায়।

পরদিন ২২ মে এক শিশুর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ২০২২ সালের ৩১ জানুয়ারি একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ৯ সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ করে ট্রাইব্যুনাল।

মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়