ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফের ইয়াবা ডিলার ঢাকায় ধরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৩ জুন ২০২৩  
টেকনাফের ইয়াবা ডিলার ঢাকায় ধরা

ছবি: প্রতীকী

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান ঢাকায় দিতে এসে ধরা পড়েছে এক মাদক কারবারি। তার নাম মো. হারুনুর রশিদ। এসময় তার কাছ থেকে ১০ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তরের মোহাম্মদপুর সার্কেল ইন্সপেক্টর মো. শাহিনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জুন) সকালে গুলশানের শাহজাদপুরের হোটেল পূর্ণিমায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হারুনকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে দখলে থাকা ইয়াবাগুলো জব্দ করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ টেকনাফ-কেন্দ্রিক ইয়াবা ডিলার। সে বিভিন্ন সময় টেকনাফ থেকে ইয়াবা চালান নিয়ে রাজধানী বিভিন্ন স্থানে সরবরাহ করে। শনিবার সকালেও এরকম একটি চালান নিয়ে সে ঢাকায় অবস্থান করছিল। পরে তাকে গ্রেপ্তার করা হয়। রশিদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
 

ঢাকা/মাকসুদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়