ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যুর মামলায় গ্রেপ্তার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ৬ জুন ২০২৩   আপডেট: ১৮:৪৭, ৬ জুন ২০২৩
তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যুর মামলায় গ্রেপ্তার ১

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম টিটু মোল্লা। তিনি পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের কর্মী বলে জানা গেছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (৬ জুন) দুপুরে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান রাইজিংবিডিকে জানিয়েছেন, টিটুকে সোমবার (৫ জুন) রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড যাওয়া হবে। এ অপমৃত্যুর জন্য দায়ী অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জুন) বসুন্ধরার আই বক্লের একটি বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা এসে তেলাপোকা মারার ওষুধ স্প্রে করে যান। পরে ওই বাসার বাসিন্দারা বাসায় ঢুকে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

বিষক্রিয়ায় ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।

মাকসুদ/রফিক 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়