নিউমার্কেট এলাকায় মুখোমুখি দুই কলেজের শিক্ষার্থী, ভাঙচুর
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নিউমার্কেট এলাকায় দু'দল শিক্ষার্থী একে অপরের মুখোমুখি অবস্থান নিয়েছে। এ সময় একটি বাসে ভাঙচুর করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি আমিও শুনেছি, সেখানে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।
স্থানীয়ভাবে জানা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দু'জন শিক্ষার্থীকে মারধর করে। এ সংবাদে রোববার (২৭ আগস্ট) দুপুর ২ টার পর পরই উভয় কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে নিউমার্কেট, সায়েন্স ল্যাব মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় ও ভাঙচুর করে।
এদিকে ছাত্রদের রাস্তায় অবস্থান নেওয়ার কারণে মিরপুর সড়ক, সাইন্সল্যাব মোড়, নিউমার্কেটসহ আশপাশের রাস্তায় শত শত যানবাহন আটকা পড়েছে। এ কারণে ওই এলাকায় পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে।
ঢাকা/মাকসুদ/টিপু