ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাইভে এসে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো পুলিশ 

প্রকাশিত: ১০:০৭, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:০৯, ২ অক্টোবর ২০২৩
লাইভে এসে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো পুলিশ 

খালিদ সাইফুল্লাহ (ছবি: সংগৃহীত)

রাজধানীর বনশ্রীতে ফেসবুক লাইভে এসে রামপুরা থানার ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ ফরিদ (২৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন। 

রোববার (১ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ৯৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, আত্মহত্যার ইঙ্গিত দিয়ে খালিদ সাইফুল্লাহর করা ফেসবুক লাইভের লিঙ্ক পেয়ে ১৫ মিনিটের মধ্যে তার বনশ্রী সি ব্লকের বাসার পৌঁছান তারা। স্ত্রীর সঙ্গে অভিমান করে খালিদ গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করছিলেন জানিয়ে তিনি বলেন, ‘সরাসরি আমরা গিয়ে দরজা ভেঙে উদ্ধার করেছি। ছেলেটিকে বাঁচাতে পেরে ভালো লাগছে।’

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়