ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীর দণ্ড, খালাস ১০ জন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৯ নভেম্বর ২০২৩  
বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীর দণ্ড, খালাস ১০ জন

ছবি: প্রতীকী

রাজধানীর উত্তরা-পূর্ব থানার নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মীকে দুই বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ জন খালাস পেয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত এ রায় দেন।

দণ্ডিতদের মধ্যে রয়েছেন- আব্দুস সালাম সরকার, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইমরান হোসেন, সৈয়দ ইমরান আহমেদ, মোহাম্মদ গোলাম মোস্তফা হৃদয়, আলাউদ্দিন, মনির হোসেন ভূঁইয়া, মোহাম্মদ খোকন মিয়া।

এক ধারায় তাদের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ধারায় দুই বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও দুই মাস করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে উত্তরা-পূর্ব থানায় মামলাটি দায়ের করা হয়।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়