ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তৃতীয় দফার চেষ্টায় এমপি আনারকে হত্যা করা হয়: হারুন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ মে ২০২৪   আপডেট: ১৬:৩৬, ২৫ মে ২০২৪
তৃতীয় দফার চেষ্টায় এমপি আনারকে হত্যা করা হয়: হারুন 

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার জন্য দুই বার চেষ্টা করেও ব্যর্থ হয় খুনিরা। তৃতীয় দফার চেষ্টায় তাকে খুন করা হয়। 

শনিবার (২৫ মে) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমপি আনারকে হত্যার পরিকল্পনা আগেও হয়েছে। নির্বাচনের আগে এবং জানুয়ারির মাঝামাঝি তাকে দেশেই হত্যার পরিকল্পনা করা হয়। দুই বার ব্যর্থ হওয়ার পর তৃতীয় দফায় তাকে হত্যা করতে সক্ষম হয় খুনিরা।

মোহাম্মদ হারুন অর রশিদ আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো আমরা বের করতে পারেনি। অনেক কারণেই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। পূর্বশত্রুতা বা আর্থিক লেনদেন সংক্রান্ত কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। পাশাপাশি রাজনৈতিক কারণও থাকতে পারে। এখনই আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না। প্রকৃত খুনিকে গ্রেপ্তারের পরই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। 


 

মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়