ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদা না দেওয়ায় মারধর

ঢাবি ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ৪ জুন ২০২৪   আপডেট: ১০:০৪, ৪ জুন ২০২৪
ঢাবি ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে

রাজধানীর পলাশী বাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং তার সহযোগী কাজী মো. শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. আলমগীর দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (৪ মে) চকবাজার থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. সেলিম এ তথ্য জানান।

চাঁদাবাজির এ ঘটনায় ব্যবসায়ী ওবাইদুল হাসান সোমবার মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পলাশী মার্কেটে আসামিরা বিভিন্ন সময়ে চাঁদা আদায় করতো। ব্যবসায়ীরা চাঁদা না দিলে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিতো। এরই পরিপ্রেক্ষিতে ২ জুন রাত সাড়ে ১০ টার দিকে দোকানে এসে দুই ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ করে চার লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাদের মারধর করে। মার্কেটের কসাইয়ের দোকান থেকে চাপাতি এনে তাদের মেরে ফেলার হুমকি দেয়। তখন মার্কেটের দোকানদাররা তাদের ধরে ফেলে। উত্তেজিত জনতা তাদের মারধর করে। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়