ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহকর্মীর গুলিতে পুলিশের মৃত্যুতে তদন্ত কমিটি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১০ জুন ২০২৪  
সহকর্মীর গুলিতে পুলিশের মৃত্যুতে তদন্ত কমিটি 

রাজধানীর বারিধারায় শনিবার রাতে সহকর্মী মনিরুলকে গুলি করেন কাউসার

রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের উপ-কমিশনারকে (ডিসি) তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

সোমবার (১০ জুন) সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ বের করার জন্য কাজ করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৮ জুন) রাতে বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে অন্য পুলিশ সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল মনিরুল ইসলাম এবং কাউসার। রাত পৌনে ১২টার দিকে হঠাৎ সহকর্মী মনিরুলকে নিজের বন্দুক দিয়ে গুলি করেন কাউসার। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাউসারের সঙ্গে থাকা অস্ত্র জব্দ করেন। ইতোমধ্যে কাউসারকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। কাউসার মানসিক ভারসাম্যহীনতা থেকে এ কাজ করেছেন বলে সন্দেহ করছে পুলিশ।

 


 

মাকসুদ/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়