ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সারাদেশে বিজিবির টহল জোরদার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২৯ জুলাই ২০২৪  
সারাদেশে বিজিবির টহল জোরদার

ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে। 

সোমবার (২৯ জুলাই) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ঢাকার মিরপুর, জাতীয় প্রেস ক্লাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শিল্পকলা একাডেমি, শাহবাগ, নীলক্ষেত এবং উত্তরা এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসহ সারাদেশে টহল জোরদার করেছেন বিজিবির সদস্যরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর একাংশের কর্মসূচি প্রত্যাহার প্রত্যাখ্যান করে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আরেক অংশ। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার অন্তত ছয় জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করেছেন আন্দোলনকারীরা।

মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়