রিমান্ড শেষে এ্যানীসহ তিনজন কারাগারে
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি হলেন—গোলাম দস্তগীর প্রিন্স ও এবিএম খালিদ হাসান।
শনিবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাত দিনের রিমান্ড শেষে শনিবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।
আসামিদের পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, তাহেরুল ইসলাম তৌহিদসহ কয়েকজন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে৷ শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৭ জুলাই শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
গত ২৫ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড থেকে এ্যানীকে আটক করা হয়। পরে তাকে বিটিভি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামুন/রফিক