ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীমান্ত নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বিজিবি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৮ আগস্ট ২০২৪  
সীমান্ত নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বিজিবি 

সীমান্ত এলাকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি। এ কারণে সবাইকে সচেতন থেকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৮ আগস্ট) বিকেলে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, সীমান্ত এলাকা সংক্রান্ত বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। সবাইকে সচেতন থেকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হলো।

জানা গেছে, দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। ইতোমধ্যে দেশের বিভিন্ন সীমান্ত থেকে চারজনকে আটক করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতেও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

 মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়