ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৯ আগস্ট ২০২৪  
পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

বিভিন্ন সময়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা পুলিশ কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রশাসনিক কাজে সহায়তার জন্যই তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদর দপ্তরের জারি করা এক আদেশে বলা হয়েছে, পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তের আদেশ (কনস্টেবল থেকে এসআই, ডিএমপিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত) প্রত্যাহার করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো।

এ নির্দেশনা পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিকভাবে কার্যকর করতে বলেছে পুলিশ সদর দপ্তর।

 

মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়