ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ শুনানি ৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৩২, ১১ আগস্ট ২০২৪
খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ শুনানি ৮ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ অক্টোবর ধার্য করেছেন আদালত।

রোববার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইনের আদালতে মামলাটিতে খালেদা জিয়ার অব্যাহতির বিষয়ে শুনানির জন্য ছিলো। খালেদা জিয়া অসুস্থ  মর্মে সময় আবেদন করেন আইনজীবীরা। তার পক্ষে আইনজীবীরা হাজিরা দাখিল করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি পেছানোর আবেদন করেন। 

তিনি বলেন, সব আসামির পক্ষে শুনানি হয়ে গেছে। আমাদের ম্যাডাম (খালেদা জিয়া) এর পক্ষে শুনানি বাকী আছে। আমাদের সময় দিন। এরপর বিচারক ৮ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

উল্লেখ্য, মামলাটিতে ১৫ জন আসামির মধ্যে ১৪ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে। গত ২৪ জানুয়ারি খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে শুনানি শুরু হয়। যা এখনো চলমান।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এখন এ মামলায় আসামি ১৫ জন। ৯ আসামি মারা গেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়