ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১৪ আগস্ট ২০২৪  
মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

রোজিনা ইসলাম (ফাইল ফটো)

সরকারি নথি ‘চুরির চেষ্টা’র অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম।

বুধবার (১৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

এর আগে অভিযোগের সত্যতা না পেয়ে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য জানান। 

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ স্বাস্থ্য সচিবের পিএসের রুম থেকে থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়। এর পর মধ্যরাতে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা শিব্বির আহমেদ। মামলাটি তদন্ত করে গত বছরের ৩ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর প্রায় সাত মাস পর গত ২৩ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেন  শিব্বির আহমেদ। তার আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়