ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৩ ঘণ্টা অপেক্ষার পর সাংবাদিক প্রিয় হত্যার মামলা নিলো পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২১ আগস্ট ২০২৪  
১৩ ঘণ্টা অপেক্ষার পর সাংবাদিক প্রিয় হত্যার মামলা নিলো পুলিশ

সাংবাদিক তাহির জামান প্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক তাহির জামান প্রিয় হত্যার ঘটনায় থানায় ১৩ ঘণ্টা অপেক্ষা করার পরে মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টায় পুলিশ মামলা নথিভুক্ত করেছে।

প্রিয়র বোন তাসফিয়া আলম এ তথ্য নিশ্চিত করে বলেন,  হত্যা মামলা দায়ের করতে মঙ্গলবার বেলা ১১টায় আমার মা, আমি ও আরও কয়েকজন নিউমার্কেট থানায় যাই। আসামির তালিকায় পুলিশ কর্মকর্তার নাম থাকায় মামলা নথিভুক্ত করা হচ্ছিলো না। 

পুলিশ মামলা নথিভুক্ত না করায় পরে প্রিয়র পরিবার ও বন্ধুরা প্ল্যাকার্ড হাতে থানার সামনে অবস্থান নেন।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানায় তদন্ত কর্মকর্তা না থাকায় দেরি হয়েছে।

প্রিয়র মা সামসি আরা জামান বাদী হয়ে নিউমার্কেট থানায় দণ্ডবিধির ৩০২, ১১৪ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৩।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক উপকমিশনার (রমনা জোন) মোহাম্মদ আশরাফ ইমাম, ডিএমপির এডিসি (নিউমার্কেট জোন) হাফিজ আল আসাদ, ডিএমপির এডিসি (নিউমার্কেট জোন) মো. রেফাতুল ইসলাম রিফাত ও নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে। এছাড়া, এই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ জন আসামি রয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন সাংবাদিক তাহির জামান প্রিয় (২৮)।

মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়