ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের মজনু রিমান্ডে, আকরাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:০০, ২৭ নভেম্বর ২০২৪
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের মজনু রিমান্ডে, আকরাম কারাগারে

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার বিজি প্রেসের কর্মচারী মজনু মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিজি প্রেসের আরেক কর্মচারী আকরাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। 
 
বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি মজনুর ১০ দিনের রিমান্ড এবং আকরামকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। 

গত ৮ জুলাই রাজধানীর পল্টন মডেল থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।  

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়