ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফজলুল হত্যা: রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২ ডিসেম্বর ২০২৪  
ফজলুল হত্যা: রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক 

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন এলাকায় পোশাককর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে আনিসুল হককে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০ নভেম্বর এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে মামলা করেন। 

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়