ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৪ ডিসেম্বর ২০২৪  
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি আহমের তাহমিদ হাসনাইন পুলকের ২২টি ও তার স্ত্রী নাসরীন সুলতানার একটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। 

দুদকের সহকারী পরিচালক মো. মাইনুদ্দীন তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি আহমের তাহমিদ হাসনাইন পুলকের বিরুদ্ধে ঔষধ কোম্পানিতে চাকরি ও ঠিকাদার ব্যবসায়ের আড়ালে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে। এসব অর্থ আড়ালের উদ্দেশ্যে ট্রান্সফার, প্লেসমেন্ট, লেয়ারিং ও ইন্ট্রিগ্রেশনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করাসহ নিজের ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। 

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট আহমেদ তাহমিদ হাসনাইন এবং তার স্ত্রী নাসরীন সুলতানার নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহের অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে এসব টাকা উদ্ধারকরণ দুরুহ হয়ে পড়বে। এ কারণে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহ এবং ব্যাংক হিসাব থেকে কেবল বেতন-ভাতাদি বাবদ জমাকৃত অর্থ ব্যতীত অন্য সকল অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়