ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবুল চিশতীর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫  
বাবুল চিশতীর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর স্ত্রী মোছা. রোজী চিশতীর জামিন বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সোমবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। এদিন বাবুল চিশতীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে, রোজী চিশতী অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে তারিকুল ইসলাম সময় চেয়ে আবেদন করেন। আদালত সময় আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ১৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ২৫৬ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি বাবুল চিশতী ও রোজী চিশতীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়